বৃষ্টি ঘিরিয়া রাখিল
মুহাম্মদ জুয়েল
অন্ধকার মুছিয়া
বাহির হইলাম
বাতাস বেগে তীব্র
বৈশাখী হাওয়া যেন
লেগেছে মনে প্রাণে
আহা’ কি ভিজিলাম
বৃষ্টির তনে।
ভাবিলাম বুঝি এই হয় ঝড়
অপেক্ষা করিতে করিতে
বৃষ্টি হইল তর।
রজনী কাটাইবো কেমনে
তাই ভাবিয়া লিখিলাম
ফাগুনের বাতাস বইছে
বৃষ্টির জলে কি ভিজিলাম।
চারিদিকে দমকা হাওয়া
ছোট্র টেবিলে কলম ও বড় একা
মোমবাতির আলো আছে যতক্ষণ
লিখিয়া যাইব কবিতা
হোক না বৃহক্ষণ।



