বাংলাদেশি আমেরিকান রিয়েল এস্টেট ব্যবসায়ী ও রিয়েলটর এজেন্টদের সংগঠন “এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান রিয়েলটরস অব নিউইয়র্ক” (এবারনি) এর বার্ষিক গেট টুগেদার শনিবার লং আইল্যান্ডের গ্রেটনেকের লিওনার্দস পালায্যোতে অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কের প্রায় দুই শতাধিক লাইসেন্সড রিয়েলটর এবারনির সদস্য। সংগঠনের দ্বিতীয় এই বার্ষিক গেটটুগেদারে প্রায় ১২৫ জন লাইসেন্স রিয়েলটর অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন “এবারনি” এর এডমিন ও মডারেটর মোহাম্মেদ রহমান শাহিন, মোহাম্মদ কবির, শাকিল আহমেদ, বদরুল চৌধুরী, নাদির এ. খান, সাব্বির আহমেদ, ইমরান ভুইয়া, কাজী হুসেইন, ইমাম হাসান, কবির মুন্সি ও আহনেদ সৌরভ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি এম এম শাহীন, নিউইয়র্ক সময় এর সম্পাদক জাকারিয়া মাসুদ ও প্রবাস পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি মোহাম্মদ সাইদ ।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক রিয়েলটর জনাব নাদির এ. খান জানান, নিউইয়র্কে বাংলাদেশি রিয়েলটরদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা, পারস্পরিক সাহায্য সহযোগিতা করা, রিয়েল এস্টেট ব্যবসার তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সবার মধ্যে শক্ত নেটওয়ার্কিং তৈরি করার মাধ্যমে পরস্পরের উন্নয়ন ও এ খাতে বাংলাদেশিদের একটা শক্ত অবস্থান তৈরির উদ্দেশ্যেই এই গেট টুগেদার আয়োজন করা হয়।
এছাড়া সংগঠনের মাধ্যমে রিয়েলটর এজেন্টদের একই ছাতার নিচে আনা এবং তাদের ভালো প্রশিক্ষণের মাধ্যমে নিজ ক্ষেত্রে আরো দক্ষ করে তোলা হবে। একই সঙ্গে বাংলাদেশী কমিউনিটির মানুষজনকে আরো বেশি আবাসন সুবিধা দেয়ার লক্ষ্য এই রিয়েলটরদের সংগঠনের।
অনুষ্ঠানটির স্পঞ্চর হিসাবে ছিল মর্টগেজ ব্রোকার মোঃ কামাল, রিয়েল এস্টেট অ্যাটর্নি আফার বকশ, এক্সিট প্রাইম ব্রোকার জামান মজুমদার, লোন অফিসার শামনুন শিবলী, রিয়েল এস্টেট ব্রোকার সাব্বির আহমেদ, হোম ইন্সপেক্টর খুররম আগা ও ইউআইএফ ইসলামিক ফিনান্সিং সলিউশনের মুয়াহেব বিল্লাহ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন গায়ক চন্দন ও নাজু আকন্দ। মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক নিউইয়র্ক সময় ও আইবিটিভি ইউএসএ।



