ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হাটুভাঙ্গা দারুসুন্নাহ মোহাম্মদীয়া আলিম মাদরাসায় ১৯ সেপ্টেম্বর রবিবার সকালে মাদরাসার শিক্ষক মনিরুল ইসলাম টিটু’র পিতা মরহুম আব্দুর রশীদ ভূইয়ার ঈসালে সাওয়াব উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী,হাটুভাঙ্গা আলিম মাদরাসার এডহক কমিটির সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু, মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মুহি উদ্দিন,মাদরাসা কমিটির সদস্য – মাসুমুর রহমান,ফয়েজ আলী, সমাজসেবক বদরুল ইসলাম বেলাল, মাদরাসার শিক্ষক -মাওলানা এমাদ উদ্দিন, আতাউর রহমান, মাওলানা জামাল উদ্দিন, আব্দুস সালাম, মনিরুল ইসলাম টিটু, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ – কর্মচারী ও ছাত্রছাত্রী।



