সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানার মালামাল চুরির ঘটনায় আরও ৪ আসামিকে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা হলেন- রাজনগর উপজেলার পশ্চিম খাশ গ্রামের বাসিন্দা কালাম মিয়ার পূত্র ইউসুফ (৪০) (ডাকাত) স্থানীয় উপাধী, মৃত ওয়াসেদ আলীর পূত্র আনোয়ার হোসেন (৩৭) আনসার সদস্য হিসেবে কর্মরত মৃত এন্তাজ আলীর পূত্র মো. ওসমান (৪০) সারকারখানা এলাকার বাসিন্দা মো. মিরাজ আলীর পূত্র এমরান হোসেন (৩৬) আসামীদেরকে গতকাল (শনিবার) বিকেলে অভিযান চালিয়ে সারকারখানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দায়িত্বরত ফেঞ্চুগঞ্জ থানার এস আশরাফুল ইসলাম জানান, পূর্বে সারকারখানায় মালামাল চুরির ঘটনায় জড়িত আরও ৭ জনকে গত ঈদুল ফিতরের পূর্বে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য – গত ২৭ মার্চ চুরি হওয়া সারকারখানার পুরাতন এলোমেনিয়া কম্প্রেসার এবং তার চুরি হয়। সেই পরিপ্রেক্ষিতে অভিযোগ পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছেন। এর উল্লেখিত প্রধান আসামীকে পূর্বে গ্রেফতার করা হয়। বর্তমানে সারকারখানার পুরাতন মালামাল রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।



