আজ ২৮ মে বুধবার সিলেটের ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খানের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শেফুল মিয়া’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান ।
বিদায়ী অনুষ্ঠানে শিক্ষকমন্ডলীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রভাষক ফারহানা জান্নাত রিংকি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নজমুল ইসলাম।
বিশেষ আলোচক ও দোয়া পরিচালনা করেন বাইতুল মা’মুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির আহমদ।
এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমনা আক্তার, আছিয়া আফরোজ ও শাকিব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ আব্দুস শুকুর।
কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকমন্ডলী দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্বচ্ছ ফাইল ও শিন্নি বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজকে বিভিন্ন উপহার প্রদান করা হয় এবং কেক কেটে তাদের আনন্দ ভাগাভাগি করা হয় ।



