ফেঞ্চুগঞ্জ: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ২ নং মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ’র ২০২৪-২৬ সেশন (দ্বি-বার্ষিক) সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ১ অক্টোবর শুক্রবার বিকেলে ফরিদপুর নয়াবাজার সুগন্ধা কমিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ সভাপতি নিজাম উদ্দিন বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সংগঠনের সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, উপজেলা আল ইসলাহ সাবেক সভাপতি মো. নুরুল হুদা, উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি ক্বারী মিনহাজ উদ্দিন, উপজেলা আল ইসলাহর পাঠাগার সম্পাদক ও মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ র সাবেক সভাপতি বদরুল ইসলাম বেলাল, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ রূপন সহ উপজেলা ও মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহ নেতৃবৃন্দ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নুরুল ইসলাম (ময়ুর) কে সভাপতি ও মাওলানা খলিলুর রহমানকে পূণরায় সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আফতাব উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য – আগামী ৯ অক্টোবর সকাল ১০ টায় সাবেক বনছায়া কমিউনিটি সেন্টারে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোট ৫ টি ইউনিয়ন আল ইসলাহর কমিটির দায়িত্বশীলদের শপথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর কাউন্সিল অনুষ্ঠিত হবে।



