দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কে কেন্দ্র করে ২৪ ডিসেম্বর রবিবার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়নালের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা- ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল এর সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় এক বক্তব্যে আমিনুল ইসলাম জয়নাল বলেন- ডা. দুলাল একজন আওয়ামী পরিবার থেকে বেড়ে উঠা এক মানুষ। তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারি দল মত নির্বিশেষে ট্রাক প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন – মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গৌবিন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ, মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানি আহমেদ, আওয়ামী লীগ নেতা – সিরাজুল ইসলাম চৌধুরী, রাজু আহমেদ, যুবায়ের আহমদ যুবা,জাবিদ আলী, প্রমুখ।



