সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের বাসিন্দা ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃর্ত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একাধারে নির্বাচিত পদে ছিলেন। পাশাপাশি তিনি রাজনৈতিক সকল কার্যক্রমে অংশ নিতেন।
তার মৃত্যু-তে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আ্যথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু। তিনি এক শোক বার্তায় উল্লেখ করেন – মহিব উদ্দিন বাদল ছিলেন আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী। পাশাপাশি তিনি দলের কঠিন মুহূর্তে পিছপা হোননি। আমি তাহার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।



