দেশব্যাপী চলমান বঙ্গবন্ধু কাপ অনুর্ধ ১৭ ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ২৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু’র সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, প্রচার সম্পাদক শেখ এনামুল হক, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, ১ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম চৌধুরী ছাব্বির, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মামুনুর রশীদ, প্রমুখ।
খেলায় মাইজগাঁও ইউনিয়ন ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন মোকাবেলা করে ১-১ গোলে ড্র হলে পেনাল্টি তে জয়লাভ করে ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন।



