সিলেটের ফেঞ্চুগঞ্জে মাসব্যাপী অনুষ্ঠিত ফরিদপুর ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে ফুটবল কাপের ফাইনাল খেলা আজ শুক্রবার দুপুরে হাটুভাঙ্গা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা পূর্ববর্তী ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী।
খেলা পরবর্তী আলোচনা সভায় সাংবাদিক মুহাম্মদ জুয়েল এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক আব্দুল হাই নন্না, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাশেম স্বপন, হেলাল উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম, আয়োজক কমিটির অন্যতম সদস্য আফজল হোসাইন, ফরিদপুর ফুটবল এসোসিয়েশন এর আহবায়ক আব্দুল্লাহ আল ইমরান সাদি, সহ উভয় দলের খেলোয়াড়বৃন্দ।
খেলার ৩ -০ গোলে সুপার সনিক ক্লাবকে পরাজিত করে আই ফর এনি ওয়ান দল।
খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



