সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশব্যাপী লকডাউনের ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জেও চলছে কঠোর লকডাউন।
লকডাউনের প্রথম দিন থেকে মাঠে তৎপর প্রশাসন। নিয়োজিত রয়েছেন নির্বাহী মেজিস্ট্রেড।
শুক্রবার বিকেলে সরজমিন ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মানুষের মধ্যে করোনা নিয়ে কিছুটা ভীতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে খেটে খাওয়া মানুষ রয়েছেন দুশ্চিন্তায়। যদিও তারা সরকারের নির্দেশনা পালন করছেন তবুও তাদের মধ্যে একটা ভীতি প্রদর্শন করছে।
সবমিলিয়ে ফেঞ্চুগঞ্জে এবারের লকডাউনের দ্বিতীয় দিনের কার্যক্রম সফল বলা যায়।
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি



