পূর্ব গৌরীপুর ইউনিয়ন ফ্রান্স যুব সমাজের আত্মপ্রকাশ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ফ্রান্স প্রবাসীদের নিয়ে গতকাল ফ্রান্সের কেতসিমাতে একটি অভিজাত রেস্টুরেন্টে পূর্ব গৌরীপুর যুব সমাজ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে আক্তার হোসেনের সভাপতিত্বে ও ইয়াছিন আলী তালুকদারের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন- ফজলে রাব্বি মুন্না।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিমাবাদ মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা শফিকুর রহমান।
পূর্ব গৌরীপুর ইউনিয়ন ফ্রান্স যুব সমাজের কার্যকরী কমিটিতে শেখ সাবুল আহমেদ কে সভাপতি, ইয়াছিল আলী তালুকদার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক শেখ জাবের আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন, অর্থ সম্পাদক মো. শরিফ উদ্দিন।
অনুষ্ঠানে পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে পূর্ব গৌরীপুর ইউনিয়নের ফ্রান্স প্রবাসী সবাইকে সহযোগিতার আহবান জানানো হয়।



