সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স এওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা ২০২৩ গত ২৫ মে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সি আই পি এওয়ার্ড পান ফেঞ্চুগঞ্জের বদরুল চৌধুরী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
এ সময় তিনি রেমিট্যান্স যোদ্ধাদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – সংযুক্ত আরব আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, আল হারামাইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহতাবুর রহমান সি আই পি এবং গ্রুপের অন্যান্য সদস্যরা।



