গত ১৭জানুয়ারি ২৫ ইং শুক্রবার বেলা ০৪ ঘটিকার সময়, দি কুর’আনিক হোম ভাটেরা’র হলরুমে বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের নিয়ে সংবর্ধনা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বাবুল খান’র সভাপতিত্বে ও সদস্য সাইফুল ইসলাম সিদ্দিকী’র পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মাদরাসার অন্যতম দাতা সদস্য হাজী নুর উদ্দিন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী শাহ আব্দুল আজিজ জায়েদ , শেখ ইরা সিদ্দিকী,কাতার প্রবাসী রাজিব আহমদ।
মাদরাসার ছাত্র জামিল আহমদের তেলাওয়াত ও শিক্ষক হাফিজ রাজন খানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি হাজী সুন্দর আলী,সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান হাসানী, ইসলামনগর সৈয়দ সাজিদ পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,পরিচালনা কমিটির সদস্য মারুফ খান স্বপন,লুকমান মিয়া তালুকদার,রাধানগর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম মিজান,যুব পরিষদের সদস্য শাওন আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ বারিক মিয়া তালুকদার, সদস্য কুতুব আলী, ,সহকারী শিক্ষক হাফিজ আজিজুল হক, রাধানগর গ্রামের আব্দুল মন্নান,
যুব পরিষদের সদস্য মো: নানু নিয়া,জাকির হোসেন সিদ্দিকী, মাহি আহমদ,আব্দুল হাদি হাসান ,খালেদ চৌধুরী প্রমুখ।



