গত ০৭/০৭/২৩ ইংরেজি বিকেল ৫.০০ঘটিকার সময় তরুন্যের সামাজিক ফাউন্ডেশন নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। কুলাউড়া উপজেলার ৩ নং ভাটেরা ষ্টেশন বাজারে সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সমাজে মানুষের মধ্যে একে অন্যের প্রতি আস্থা প্রতিষ্ঠা এবং সামাজিক অবস্থা সৃদৃঢ় করণের লক্ষ্যে এলাকার তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ি ও সাংবাদিক শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী।
মোঃ জামিল আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন এর সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী, সাইফুল্লাহ বিন নামর, আং জলিল, আং সামাদ তালুকদার প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আবু নছর খালেদ কে সভাপতি, পিন্স জামিল আহমদ কে সম্পাদক করে ১১ সদস্য কমিটি গঠন করা হয়। সহ-সভাপতি, এস এম জয়নুল ইসলাম সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মোঃ সায়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক লিমন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হিমেল খান,
প্রচার সম্পাদক মোজাহিদ আহমদ, সহ প্রচার সম্পাদক রাজন আহমদ, ক্রীড়া সম্পাদক নাঈম আহমদ, তত্ব ও যোগাযোগ বিষয় সম্পাদক হাফিজ আং রহিম তালুকদার, সাহান আহমদ কে সদস্য সচিব করে তরুণ্যের সামাজিক ফাউন্ডেশন এর ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।



