তোমার আমার ঠিকানা,পদ্মা মেঘনা যমুনা’
জয় বাংলা- জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার উন্নয়ন – জনগণের প্রয়োজন শ্লোগান তুললেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিলেট ৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ – বালাগঞ্জ) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু।
মিছিলে মিছিলে উত্তাল ছিল ফেঞ্চুগঞ্জ।
১৩ ই অক্টোবর শুক্রবার রাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় সেই স্থান। সেখানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহ যুবলীগ – আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণ।
আব্দুর রকিব মন্টু নিজেই তুললেন শ্লোগান (ভিডিও তে)
শেখ হাসিনার উন্নয়ন কে সাধারণ নাগরিকদের কাছে তুলে ধরতে তার এই উঠান বৈঠক।
একজন মন্টু একজনই হয়। দ্বিতীয় জন আর হয় না। কথা রাখলেন মন্টু। দিনশেষে জনগণের চাওয়া পাওয়া-কে প্রাধান্য দিলেন।
ভিডিও লিংক- https://fb.watch/nFzrDiGODL/?mibextid=Nif5oz



