মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় মহসিন আহমদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিন হিংগাজিয়া গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিন বাজার এলাকায় দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, বর্তমানে উছলাপাড়া এলাকায় ভাড়া থাকতেন মহসিন। বাজার শেষ করে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে দক্ষিণ বাজার এলাকায় এক অটোরিকশা ধাক্কা দেয় তাঁকে। পরে আহত অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।



