সঞ্জিত বড়ুয়া ওই এলাকার হীরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে। এলাকায় একটি দর্জির দোকান ছিল তার।
স্থানীয়রা জানায়, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকান খুলেছিলেন সঞ্জিত। প্রথম দিকে ভালো চললেও করোনার কারণে গত এক বছর ধরে ব্যবসায় ধস নামে। ফলে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বিষপান করেন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বিকেলে ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনেন স্বজনরা। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ / জালালাবাদ/ ৪৮৯৮২২



