গত ২৬ অক্টোবর ২০২২ ইংরেজী বুধবার ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সাবেক সুপার কাজী মাওলানা শাতির খান রহ. ঈসালে সাওয়াব স্থানীয় দারুস সুন্নাহ দাখিল মাদরায় অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকাল ৯ ঘটিকায় মরহুমের কবর যিয়ারতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়।
খতমে কুরআন ও বুখারী মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে কাজী মাওলানা শাতির খান রহঃ এর জীবনের নানা দিক তুলে ধরেন এবং উস্তাধদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সবার উচিত মক্তব তথা প্রাথমিক জীবনের সকল শিক্ষকদের গুরুত্ব সহকারে অনুসরণ করা উচিত ৷
প্রত্যেক শিক্ষার্থীদের উচিত তাদের কোন শিক্ষক দুনিয়া থেকে চলে গেলে সবসময় তাদেরকে স্বরণ করা তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করা এবং তাদের পরিবারের প্রতি খেয়াল রাখা ৷
সবশেষে মাওলানা কাজী শাতির খান রহ.-এর জীবনের নানা দিক তুলে ধরতে গিয়ে বলেন শাতির খান ছিলেন সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নিবেদিত প্রাণ। ফুলতলী ছাহেব কিবলার সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক । আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী তার রেখে যাওয়া প্রত্যেকটি খেদমতকে যথাযথ আনজাম দেওয়ার প্রতি নির্দেশ দেন।
দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে পবিত্র খতমে বুখারী শরিফে অংশগ্রহণ করেন
মাওলানা আব্দুল খালিক ভাইস প্রিন্সিপাল রবিরবাজার দারুস সুন্নাহ ফাজিল মাদরাসা,
মাওলানা আবুল বাশার, সুপার চৌধুরী বাজার জি এস কুতুব শাহ আলিম মাদরাসা, মাওলানা আব্দুস শাকুর সুপার মানিকোনা দাখিল মাদরাসা, মাওলানা মুজিবুর রহমান রহমান চৌধুরি সুপার ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা, মাওলানা আবু তাহের সুপার তালিমপুর মাদরাসা, হাফিজ মাওলানা ফয়জুর রহমান চৌধুরি ভাইস প্রিন্সিপাল বাবনীয়া হাসিমপুর নিজামিয়া মাদরাসা, মাওলানা মহিউদ্দীন উপাধ্যক্ষ হাটুভাঙ্গা আলিম মাদরাসা, মাওলানা আবু বকর নুরি প্রভাষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা, মাওলানা ফখরুল ইসলাম সুপার আউশকানন্দি মাদরাসা, মাওলানা জয়নাল আবেদিন সহকারী শিক্ষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা, মাওলানা কাওছার আহমদ রাজনপুর মাদরাসা,
মাওলানা ফখরুল ইসলাম প্রভাষক রবিরবাজার দারুস সুন্নাহ আলিম মাদরাসা, মাওলানা আব্দুল কাইয়ুম সহকারি শিক্ষক চৌধুরি বাজার দাখিল মাদরাসা, মাওলানা সৈয়দ মওসুফ আহমদ ও মাওলানা আব্দুস সালাম সহকারি শিক্ষক চৌধুরি বাজার দাখিল মাদরাসা, মাওলানা হাবিবুর রহমান হাসানি প্রভাষক মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদরাস, মাওলানা মাওলানা মুশতাক আহমদ সহ সুপার ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, মাওলানা আব্দুল আজিজ শাতির মৌলভীবাজার, মাওলানা আব্দুল মতিন সহকারি শিক্ষক ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, মাওলানা আব্দুল কাইউম শিক্ষক ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা,
মাওলানা আনোয়ারুল আম্বিয়া ইমাম কাজিবাড়ি জামে মসজিদ, মাওলানা নাজমুল হোসেন সহ সুপার চৌধুরী বাজার জি এস কুতুব শাহ আলিম মাদরাসা,
মাওলানা আজির উদ্দীন সুজন বরমচাল, মাওলানা আব্দুশ শুকুর সরকুম ছাতাপীর, মাওলানা রেহান আহমদ শিক্ষক সাইফুল তাহমিনা আলিম মাদরাসা,
রায়হান আহমদ ইমাম ভবানিপুর, মাও: শামছুল ইসলাম ভুকশিমইল, মাওলানা আবুল কালাম শিক্ষক,
ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা, মাওলানা কামরুল ইসলাম শিক্ষক , ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা ৷
এছাড়া পবিত্র কুরআন শরীফের খতমে অংশগ্রহণ করেন ভাটেরা ইউনিয়ের বিভিন্ন মসজিদ মাদরাসার শতাধিক ইমাম ও ছাত্র।
দিনব্যাপী মাহিফিলে আরো উপস্থিত ছিলেন ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ফজলুল করিম ফজির স্যার , যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের সিদ্দিকী সেলিম, ভাটেরা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও অত্র মাদরাসার শিক্ষানুরাগি সদস্য শাহিন আহমদ, জামাল আহমদ ভাটেরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুস সামাদ আজাদ,
কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিল,
সাধারণ সম্পাদক ইমরান আহমদ
ভাটেরা ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজ অলিউর রহমান,
সাধারণ সম্পাদক হিফজুর রহমান সিদ্দেকী,
ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি মুজিবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন স্হানীয় আল ইসলাহর ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ ৷
ভাটেরা রাবার বাগান শ্রমীক ইউনিয়ের সাবেক সভাপতি লিলু মিয়া সহ মাদরাসার সাবেক বর্তমান শিক্ষক,ছাত্র বৃন্দ সহ অত্র এলাকার যুবসমাজ ও মুরব্বীয়ানবৃন্দ ৷
বাদ যুহর মিলাদ শরীফ ও মুনাজাত শেষে শিরনী বিতরনের মধ্য দিয়ে মুবারক অনুষ্ঠানের সম্পন্ন হয়।
দেশ,বিদেশ থেকে অনুষ্ঠানে যারা সার্বিক সহযোগীতা করেছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান চৌধুরি ।



