সিলেটের ফেঞ্চুগঞ্জ সারকারখানায় পূর্ববর্তী মালামাল চুরির মামলায় আজ ১৮/৭/২৩ ইং আনুমানিক বিকেল ৫ টায় ফেঞ্চুগঞ্জ টুলপ্লাজা থেকে মৌলভীবাজার জেলার পশ্চিম খাশের বাসিন্দা মৃত আলমগীর মিয়ার পুত্র মো. শফিক মিয়া (২৯) ও উভয় এলাকার হিরা মিয়ার পুত্র শামিম মিয়া (২৯) ১৫ পিস ইয়াবা সহ মাদক চোরাচালান এবং সারকারখানার পূর্ববর্তী মামলার অভিযোগের প্রেক্ষিতে ১৫ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করেন ফেঞ্চুগঞ্জ থানার এস আই আশরাফুল ইসলাম।
এস আই আশরাফুল জানান, সারকারখানার মামলা এবং মাদক বিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে আমরা তাদের হাতেনাতে মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হই। ফেঞ্চুগঞ্জে মাদক দূরীকরণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।



