সিলেটের ফেঞ্চুগঞ্জে ফেঞ্চুগঞ্জ সারকারখানার (পুরাতন সারকারখানা) এবং নতুন সারকারখানার বেশ কিছু মালামাল চুরি হয়। যা ক্রমান্বয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য গত ২৭ মার্চ চুরি হওয়া পুরাতন এলোমেনিয়া কম্প্রেসার এবং ৭০ রেম তামা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। ফেঞ্চুগঞ্জ থানার এস আই আশরাফুল ইসলাম এর নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ এবং রাজনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ (গতকাল) ২৮ এপ্রিল চুরচক্রের মূল নেতা জাহাঙ্গীর কে রাত আনুমানিক ১১:৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে পুরান বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হন এস আই আশরাফুল ইসলাম। তিনি জানান, সে পলাতক ছিল। ঈদ উপলক্ষে চুরি সংগঠিত করতে এলাকায় আসে। তারপর তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। আসামীর পিতা মৃত আব্দুল মান্নান, গ্রাম – পশ্চিম খাশ, থানা – রাজনগর, জেলা- মৌলভীবাজার।
এ ঘটনার সাথে পূর্বে জড়িত কয়েকজন আসামীকেও গ্রেফতার করতে সক্ষম হন এস আই আশরাফুল ইসলাম।
তিনি জানান, আমি ফেঞ্চুগঞ্জ থানার নির্দেশনা অনুযায়ী সারকারখানা এলাকায় নিয়মিত অভিযান চালাই। পূর্বের মামলার পরিপ্রেক্ষিতে আসামীদের তদন্ত শেষে অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করতে পেরেছি। আশাকরি শিল্প এলাকা ফেঞ্চুগঞ্জ সারকারখানায় এ ধরনের ঘটনা ঘটবে না।
একই দিন ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
তারা হলেন – .মোঃ শামীম মিয়া (২৬), পিতা-মেহের আলী,সাং- শিবপাশা,থানা- আজমিরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ
ইসহাক আলী (৪৬), পিতা- মৃত আসমত আলী,সাং- নিজামপুর, সোহেল মিয়া (৩০), পিতা- আঃ সোবহান,৪. মোঃ ভুট্টো (৩৫), পিতা- আতিকুর রহমান, উভয় সাং- নিজগাও, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।
এ ব্যপারে প্রতিনিয়ত অভিযান চলবে বলে জানা যায়।



