নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা হিসেবে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারিয়ান ইসলাম। তিনি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা কলেজের সাবেক প্রিন্সিপাল নজরুল ইসলাম ও রুকসানা ইসলাম দম্পতির পুত্র।
তিনি ২০২৩ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করে নিউইয়র্ক পুলিশে যোগদান করে ট্রেনিং নিয়ে সম্প্রতি এনওয়াইপিডির অফিসিয়াল এক আনুষ্ঠানিকতার মাধ্যমে কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি নিউইয়র্কের কুইন্সস্থ ১১২ প্রিসেন্টে কর্মরত রয়েছেন। ফারিয়ান তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট। তাঁরা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের জ্যামাইকার হলিসে বসবাসরত রয়েছেন।
কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন এজন্য ফারিয়ান সবার দোয়া কাছে দোয়া ছেয়েছেন।



