ইতালিতে বসবাসরত সিলেট বিভাগের নাগরিকদের নিয়ে সংগঠন ‘হযরত শাহজালাল র. এর পুণ্যভূমি সিলেট বিভাগীয় ঐক্য পরিষদের আলোচনা সভা গতকাল ২৫ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় মনফালকন শহরের বাংলা ফ্লেবার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
পাশাপাশি ঈদ পরবর্তী ঈদ পুণর্মিলনী করেন প্রবাসী বাংলাদেশীরা।
সিলেট বিভাগীয় ঐক্য পরিষদের প্রস্তুতি কমিটির সভাপতি মো. সুফিয়ান মিয়ার সভাপতিত্বে ও হাফিজ মাওলানা সাইফুর রহমান সজীব এবং সৈয়দ আনহার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন- হাফিজ মহি উদ্দিন। বক্তব্য রাখেন – সিলেট বিভাগের ইতালি প্রবাসী কমিউনিটি নেতারা।
আলোচনা সভা শেষে উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মিনহাজ খান হেলিম কে সভাপতি হাফিজ মাওলানা সাইফুর রহমান সজীব কে সাধারণ সম্পাদক এবং মাসুম আহমেদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর মধ্যে উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন- মো. বশীর মিয়া, সুফিয়ান মিয়া, তাজুল ইসলাম, আবরার আহমেদ মোস্তাক, ইয়াছিন খান, মদরিছ মিয়া, তালিবুল ইসলাম।
উল্লেখ্য – সিলেট বিভাগীয় ঐক্য পরিষদের অন্যতম লক্ষ্য প্রবাসী বাংলাদেশীদের অধিকার রক্ষা করা এবং অসহায় – দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকা।



