বাঁধার পাহাড় মাড়িয়ে অন্ধকারের দেয়াল টপকিয়ে ডাকাত গুলোর বিভীষিকাময় চোখ ফাঁকি দিয়ে তোমাকে আসতে হবে।
চারিদিকে অন্ধকার কোথাও নেই আলোর বাতিঘর উত্তপ্ত মরুভূমি সাগরের বুকে ঢেউয়ের গর্জন পেরিয়ে তোমাকে আসতে হবে।
অশান্তির দাবানলে পুড়ছে দেশ পুড়ছে জাতি অন্যায় অবিচারে সয়লাব সমাজ এই দূর্দিনে শান্তির পতাকা হাতে নিয়ে তোমাকে আসতে হবে… আসতে হবে।



