মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ লুলাই মেম্বারের ভাতিজা মোঃ রফিক উদ্দিনের বড় ছেলে কুয়েত প্রবাসী মোঃ জসিম উদ্দিন (৩৫) ১১নভেম্বর শনিবার হঠাৎ হার্ট এ্যাটার্ক হলে কুয়েত ফরওয়ানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় , হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা ৭টার সময় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যু কালীন সময়ে তার বয়স ৩৫ বছর ছিল, ২ছেলে মা-বাবা ভাই-বোন অসংখ্য খেলার সাথী ও গুনগ্রহী রেখে গেছেন…আজ ১৮ নভেম্বর দেশে লাশ আসার পর বাদ জুম্মা ২টার সময় মুসল্লিয়ানের ভালোবাসায় সিক্ত হয়ে সুজাউল আলিয়া মাদ্রাসায় জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
জানাযা পূর্বে মুসল্লিয়ানে কেরামগন বলেছেন মোঃ জসিম উদ্দিন একজন কুয়েত প্রবাসী কর্মট মানুষ ছিলেন তাহার জীবন সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। নিরহংকার এ এই রেমিট্যান্স যুদ্ধা অনেকটা নিরবেই চলে গেলেন। এই দীর্ঘ জীবনের যে সফর তিনি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামীন এ সফরের প্রথম মঞ্জিল তাঁর কবরকে যেন প্রশস্ত করে দেন।



