আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক কুলাউড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় আসকের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্য্যালয়ে সংগঠনের কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মছব্বির আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি এম, আতিকুর রহমান আখই।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আসক কুলাউড়া উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কামরান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, সহ প্রচার সম্পাদক শেখ সাইফুল সিদ্দিকী প্রমুখ।
উক্ত আলোচনা সভা শেষে আসক ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি এড. আব্দুল মান্নান সাহেবের আশুরোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।



