বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেছেন, ইসলামি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মানবিক জ্ঞান ও প্রজ্ঞার বিকাশে মাদ্রাসা শিক্ষার বিকল্প মেই। আমি আমার জীবনের প্রতিটি সময় চেষ্টা করেছি ইসলামের খেদমতে নিজেকে শামিল রাখতে। ইনশাআল্লাহ আজীবন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সমাজের প্রতিটি স্থরে যেন মাদ্রাসা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
তিনি আজ ২১ নভেম্বর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা দারুসুন্নাহ মোহাম্মদিয়া আলিম মাদরাসা কতৃক আয়োজিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন এডহক কমিটির দায়িত্ব পালন করার কৃতিত্ব স্বরূপ মাদরাসা পরিচালনা কমিটি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির সভাপতি গোলাম মৌলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ময়ুর, পাঠাগার সম্পাদক বদরুল ইসলাম বেলাল, জাহাঙ্গীর হোসেন, মাওলানা আব্দুল ওয়াদুদ, নবী হোসেন, মাওলানা জামাল উদ্দিন, ইমাদ উদ্দিন, সিলেট জেলা পূর্ব তালামীযের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ, মাইজগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি – সৈয়দ এহসানুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম আসিফ, মাদরাসা ছাত্র সংসদের জি এস হাফিজ নুরুল ইসলাম, ছদরুল আমিন, প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি-কে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপহার তুলে দেন।



