আইপিএল নিলামে সাকিব আছেন দেড় কোটি রুপির ক্যাটেগরিতে। গত আইপিএলে দুই কোটি রুপির ক্যাটাগরিতে থেকে নিলামে দল পাননি বাংলাদেশের অলরাউন্ডার। এবার তিনি ভিত্তিমূল্য কমিয়েছেন ৫০ লাখ রুপি। লিটন, তাসকিন ও আফিফ আছে ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে।
চারজনের মধ্যে কেবল সাকিবেরই আছে আইপিএল খেলার অভিজ্ঞতা। লম্বা সময় ধরে তিনিই ছিলেন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পরে মুস্তাফিজুর রহমান নিয়মিত হন। বাঁহাতি এই পেসারকে এবারও ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।
প্রাথমিক তালিকা থেকে এবার চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের। তারা দুজনই ছিলেন ৫০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
চূড়ান্ত তালিকায় নাম থাকা মানে নিলামে নাম উঠবেই, এমন নিশ্চয়তা নেই। শীর্ষ ক্যাটাগরিগুলোয় থাকা ক্রিকেটারদের নাম অবশ্যই উঠবে। তবে নিচের দিকে থাকা ক্রিকেটারদের নাম ওঠা নির্ভর করছে দলগুলির চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপর।



