জাপানে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কমিটির কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু অ্যাথলেটিক্সের টিম লিডার হিসাবে জাপান যাচ্ছেন।
আগামী ২৫ জুলাই তিনি জাপান টোকিও অলিম্পিকে অংশ নিতে জাপান যাবেন এবং ৩ আগস্ট দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশন। তার সাথে যাচ্ছেন ৪০০ মিটারের বাংলাদেশী অ্যাথলেট জহির রায়হান এবং প্রশিক্ষক আব্দুল্লাহ হেল কাফি।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু এই সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
তিনি ধন্যবাদ জানিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সেনাপ্রধান, মহাসচিব শাহেদ রেজা এবং এথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির।
তিনি জানান, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের অংশ গ্রহণকারী খেলোয়াড়রা যেন বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারে।
এছাড়াও বাংলাদেশ অলিম্পিকের সদস্য এবং সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ন সম্পাদক, এশিয়ান অ্যাথলেটিক্স এসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও লিগ্যাল কমিশনের দায়িত্ব থাকায় সেখানে তিনি বাংলাদেশের অলিম্পিক এবং এর অগ্রগতি বিষয়ক বিভিন্ন সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেওয়ার কথা রয়েছে।



